বিকল্প > লিখন > ইতিহাস > আর্থসামাজিক
আর্য দিগন্তে সিন্ধু সভ্যতা
প্রীতম চট্টোপাধ্যায় Follow
27 Mar, 2023 06:51AM334 Viewers |
528 Views
দুশো বছরের বৃটিশ শাসনের কারণে তাঁদের প্রভুত্বের প্রভাব এতদূর পর্যন্ত বিস্তৃত যে আজও আমরা ম্যাক্সমুলারের তত্ত্ব থেকে বের হতে পারিনি। অথচ আর্য আগমন তত্ত্বের কোনও পাথুরে প্রমাণ নেই। জিনতত্ত্বের আলোচনাতেও রয়েছে বিস্তর গলদ। ‘আর্য’ বলতে কী বোঝায় ? ‘আর্য’ মানে কী কোনো জাতি, নাকি এটি এক সংস্কৃতি ?